বুধবার, ১২ ডিসেম্বর, ২০১২

স্থলপদ্ম

আমার ছাদের বাগানে একটা ছোট্ট টবে, টব নয় একটা প্লাস্টিকের বালতি, জন্ম এই স্থলপদ্ম গাছের। এখনও খুবই ছোট, মোটে আট-নয় ইঞ্চি। কিন্তু এতেই অনেক ফুল ধরেছে।

স্থলপদ্ম
স্থলপদ্ম
এই স্থলপদ্ম ইংরাজীতে পরিচিত -  Confederate Rose, Changeable Rose বা Cotton Rose নামে। এর বিজ্ঞানসম্মত নাম হল - Hibiscus mutabilis

কটন রোজ
কটন রোজ

এই স্থলপদ্ম ফুলের এক অদ্ভুত বিশেষত্ব হল যে - সকালে যখন ফুল ধরে তখন রঙ থাকে সাদা, বেলা বেড়ে দুপুর হলে রঙ হয় গোলাপী,  শেষে সন্ধ্যেবেলায় লাল রঙ ধারণ করে।

স্থলপদ্ম গাছ
স্থলপদ্ম গাছ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন