বুধবার, ১২ ডিসেম্বর, ২০১২

স্থলপদ্ম

আমার ছাদের বাগানে একটা ছোট্ট টবে, টব নয় একটা প্লাস্টিকের বালতি, জন্ম এই স্থলপদ্ম গাছের। এখনও খুবই ছোট, মোটে আট-নয় ইঞ্চি। কিন্তু এতেই অনেক ফুল ধরেছে।

স্থলপদ্ম
স্থলপদ্ম
এই স্থলপদ্ম ইংরাজীতে পরিচিত -  Confederate Rose, Changeable Rose বা Cotton Rose নামে। এর বিজ্ঞানসম্মত নাম হল - Hibiscus mutabilis

কটন রোজ
কটন রোজ

এই স্থলপদ্ম ফুলের এক অদ্ভুত বিশেষত্ব হল যে - সকালে যখন ফুল ধরে তখন রঙ থাকে সাদা, বেলা বেড়ে দুপুর হলে রঙ হয় গোলাপী,  শেষে সন্ধ্যেবেলায় লাল রঙ ধারণ করে।

স্থলপদ্ম গাছ
স্থলপদ্ম গাছ

রবিবার, ২ ডিসেম্বর, ২০১২

গঙ্গাবক্ষে

সেদিন গঙ্গাবক্ষে। ফেরী-লঞ্চে। যাচ্ছিলাম বাবুঘাট থেকে রামকৃষ্ণপুর ঘাটে।
হাতে ছিল মোবাইল ফোন, কয়েকটা ফটো তুললাম। তার থেকে তিনটা দিলাম।
হাওড়া ব্রীজ (রবীন্দ্র সেতু)
হাওড়া ব্রীজ (রবীন্দ্র সেতু)
হাওড়া ব্রীজ বা রবীন্দ্র সেতু - কে ধরলাম। এই সেতু সম্পর্কে বিশদ জানতে দেখতে পারেন এর অফিসিয়াল ওয়েবসাইট
ফেরী লঞ্চ
ফেরী লঞ্চ
এই ফেরী লঞ্চগুলোর শুধু এপার-ওপার করা, ঠিক মাকুর মতন। এই ছবিতে দ্বিতীয় হুগলী সেতু অর্থাৎ বিদ্যাসাগর সেতুকে দেখা যাচ্ছে।
গঙ্গাবক্ষ থেকে কলকাতা
গঙ্গাবক্ষ থেকে কলকাতা
ছবিতে কলকাতা - গঙ্গাবক্ষ থেকে। ইডেন গার্ডেনস্‌ - এর দিকটা।