শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১২

সন্ধ্যামালতী

আমার ছাদের বাগানের কথা আগেই বলেছি। আজ বাগানের সন্ধ্যামালতী ফুলগাছের কথা বলব।
সন্ধ্যামালতী
সন্ধ্যামালতী
সন্ধ্যামালতী ইংরাজীতে "Four O'clock" অথবা "Marvel of Peru" নামে পরিচিত, আর এর বিজ্ঞানসম্মত নাম হল Mirabilis jalapa সাধারণতঃ সন্ধ্যাবেলাতেই এই ফুল ফোটে, তাই এর নাম সন্ধ্যামালতী। মজার বিষয়, একই গাছে নানা রঙের ফুল, এমনকী একই ফুলেও নানা রঙ হতে পারে এই সন্ধ্যামালতীতে। 

এখানে আরো জানতে পারবেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন